মৃত্যু নিয়ে আমাদের ভয়টা সব সময়কার। ভয়টা আসলে মরে যাবো তা নিয়ে নয়, ভয়টা হলো জবাবদিহি করার- পৃথিবীতে যত পাপ করেছি তার জবাবদিহি।
হুমায়ূন আহমদ
ভালোবাসা যখন দারিদ্র সীমার নীচে বাস করে, মধ্যবিত্ত মানিব্যাগ তখন অট্টহাসি হাসে…!! #হিমু😒
মৃত্যু নিয়ে আমাদের ভয়টা সব সময়কার। ভয়টা আসলে মরে যাবো তা নিয়ে নয়, ভয়টা হলো জবাবদিহি করার- পৃথিবীতে যত পাপ করেছি তার জবাবদিহি।
হুমায়ূন আহমদ
আকাশে চাদঁ উঠলে যেমন তা লুকিয়ে রাখা যায় না, তেমনই নতুন প্রেমে পড়লেও শত চেস্টার পরও লুকিয়ে রাখা সম্ভব না।
যার অপেক্ষা প্রচন্ড ঝড়ের, এক পশলা বৃষ্টিতে তার মন ভরে না।
মন জিনিসটা ভীষণ রকম অদ্ভুত। মন আমাদের হওয়া স্বত্তেও এর উপর কোন নিয়ন্ত্রণ নেই আমাদের।
অন্ধকার মানুষকে তার স্বরুপ চিনিয়ে দেয়, জাগতিক মিথ্যা-অভিনয়ের মুখোশ খুলে নিয়ে তাকে দাঁড় করিয়ে দেয় স্বরুপের সম্মুখে।
ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো “মা” নামের নিঃস্বার্থ মহিলাটি।
একজন ভাল মানুষ হবার জন্য আপনার মধ্যে দু’টি গুনাবলী অবশ্যই থাকা দরকার। প্রথমত- ভাল মন, দ্বিতীয়ত- সেই মনের নিয়মিত পরিচর্যা।
মানব মন মাঝেমধ্যে কিছু অদ্ভুত কান্ড ঘটায়। তার মধ্যে একটি হলো বলা নেই কওয়া নেই হুট করেই প্রেমে পড়ে যায়।
I’m participating in the #SweetSelfieStar Challenge, please vote for me.#SweetSelfie
http://app.ufotosoft.com/challengeVote.html?lang=en&deviceId=dfbb21fc-00a4-4e9e-b039-3640f7f7f2df
হিমু!